শ্রমিক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

0
79
শ্রমিক, অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বিক্ষোভ,

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ২১ দফা দাবিতে বিক্ষোভ করছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকরা বকেয়াসহ বেতন বৃদ্ধি ও ২১ দফা দাবিতে মহাসড়কে নেমে এলে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই রোডে চলাচলকারীরা।

দফায় দফায় শ্রমিকদের মহাসড়ক থেকে চলে যেতে পুলিশ অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণায় অনড় আন্দোলনকারীরা।

আরও পড়ুন: হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা

নানা ধরনের অনিয়ম তুলে ধরে আন্দোলনকারীরা জানান, কারখানার কর্মচারীদের বাবা-মা মারা গেলেও ছুটি দেওয়া হয় না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের আমাদের বেতন বাড়ানো হচ্ছে না। এতে কর্মচারীরা কষ্টে দিন পার করছে। দ্রুত বেতনভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধ করতে হবে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here