বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটের ববি টেইলার্স অগ্নিকাণ্ড

0
1045

বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটের ববি টেইলার্স নামের এক ব্যবসায় প্রতিষ্ঠানে শনিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতে ববি টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ববি টেইলার্সের মালিক বাবলু মিয়া বলেন, ‘অনেক বড় ক্ষতি হয়ে গেল ঈদকে সামনে রেখে নতুন-পুরান সব পোশাক পুড়ে গেছে। এছাড়া নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ মোট ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here