মহামারি করোনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (৯ মে) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৮ মে) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসের সাতটি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে।
এনএইচ২৪/জেএস/২০২১