ফেনীতে সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই

0
1431

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সরকারের দেয়া ৭ দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিয়ে আয়োজনের সংবাদে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ওই ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যদের দেখেই বরকে রেখে পালিয়ে যান অতিথিসহ বাড়ির লোকজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বিধিনিষেধ অমান্য করে ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সি বাড়ির হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এই সংবাদ পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে এসিল্যান্ড সেখানে অভিযান চালান।

এ সময় বিয়ে বাড়িতে সেনা সদস্যদের দেখে বরযাত্রী ও আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি করে পালিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here