নোয়াখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

0
89
Newshunter24, Noakhali, Arrest, Terrorist, Operation, Army,

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চিহ্নিত পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার চরমটুয়া গ্রামের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির (১৮)।

আরও পড়ুন: সিরাজগঞ্জের তিন হাসপাতালকে জরিমানা

তাদের কাছ থেকে ২টি পাইপগান, ৩টি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহারের ৭টি মোবাইল জব্দ করা হয়েছে।

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। পরে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here