সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ অক্টোবর) দুপুরের এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
অভিযানে উপজেলার চালা এলাকার ঢাকা জেনারেল হাসপাতালকে এক লাখ, বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: সিটি ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন
ইউএনও আফিয়া সুলতানা কেয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত ফি, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, বেলকুচি আর্মি ক্যাম্প কমান্ডার আব্দুর কাইয়ুম ও সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম।