নিজের গল্পের একক নাটকের নায়ক অপূর্ব

0
1131

বর্তমান সময়ের ছোট র্পদার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যে কিনা নিজের নিখুঁত অভিনয় দিয়ে জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়।

শুধু অভিনয়ই নয় দারুণ গল্পও লিখেন অর্পূব। এমনকি তার নিজের লিখা অনেক গুলো গল্প নিয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি নাটক।

আবারো তার গল্প নিয়ে নির্মিত হলো একক নাটক ‘আগডুম বাগডুম’। এতে অভিনয়ও করেছেন অপূর্ব। তার বিপরীতে রয়েছেন সাবিলা নূর।

রাজীব আহমেদের চিত্রনাট‌্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি নিয়ে আশাবাদী এ নির্মাতা বলেন—‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় নিয়ে গড়ে উঠেছে কাহিনি। কাজ মাত্রই শেষ করেছি। আমার ধারণা, আগামী ঈদুল আজহার অন্যতম একটি কাজ হবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here