মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন র্পযন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৮ জন। মারা গেছেন আরও ৩ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।
তিনি আরও জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।
বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।