নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

0
1076
road accident

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতলা ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন- শফিকুল ও জাহিদ। তারা কামতলা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক।

কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কামতলা এলাকায় উল্টো পথে একটি অটোরিকশা পাঁচজন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক ও চালক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here