এবার ত্রিভুজ সম্পর্কের গল্প বলবেন শ্রাবন্তী

0
1191

সম্প্রতি তিনজন মানুষের সম্পর্কের গল্প জানাবেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি।

তবে এটি বাস্তব কোন গল্প নয়। এটি নতুন সিনেমার গল্প। এতে তিনজন মানুষের সম্পর্কের গল্প দেখাবেন পরিচালক লীনা গাঙ্গুলি ও শৈবাল ব‌্যানার্জি।

পরিচালক শৈবাল ব‌্যানার্জি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অতনু রায় চৌধুরী, লীনা গাঙ্গুলি, শৈবাল ব‌্যানার্জি ও শ্রাবন্তীকে।

লীনা গাঙ্গুলি বলেন, ‘অক্টোবরে শুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শুটিং করার পরিকল্পনা আছে। শ্রাবন্তীকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। শ্রাবন্তী চ‌্যাটার্জি ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন দেব ও পাওলি দাম।’

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব-শ্রাবন্তী। সর্বশেষ ‘শুধু তোমারই জন‌্য’ সিনেমায় দেখা যায় এই জুটিকে। বিরতি ভেঙে আবারো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। তবে সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here