দেশে ফিরছেন বেবী নাজনীন

0
95
Newshunter24, America, Baby Nazneen, Awami League, BNP,

দীর্ঘ ৮ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন।

আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

জানা গেছে, আমেরিকা থেকে এবার কোকিলকণ্ঠী বেবী নাজনীন দেশে ফিরছেন। রোববার (১০ নভেম্বর) ঢাকার মাটিতে পা রাখবেন বেবী। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here