টাঙ্গাইলে টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের ১ সদস্য গ্রেপ্তার

0
342

টাঙ্গাইলে করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সদস‌্য সাব্বির হোসেন রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে টাকা করে হাতিয়ে নেয়ার সংবাদের বৃহস্পতিবার ভোরে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ‌্যান্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here