মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৬৬০ জনের। সংক্রমণের হার ৪০.৪৯ শতাংশ। এর ৪২.৭৫ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩২.৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০.১৫ শতাংশ ও মৌলভীবাজারে ৪৫.৭৩ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৩১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪০০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।