জয়পুরহাটের কালাইয়ে বুধবার রাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে জেলা জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম, কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান, মো. তাইফুল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. মোজাফফর হোসেন।
জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে।
ওসি বলেন, বুধবার রাতে জামায়াতের বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এনএইচ১৪/জেএস/২০২১