নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় বুধবার (২ মে) বিকেলে মিল্লাত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে মিল্লাতের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।
ভুক্তভোগী নারী জানান, প্রায় আট বছর আগে তার স্বামী মারা যান। রোববার ( ৩০ মে) রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মিল্লাত তার ঘরে ডুকে। পরে সে ওই রাতে তাকে ধর্ষণ করেন।
ওসি জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
এনএইচ২৪/জেএস/২০২১