জেনে নিন মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করার উপায়

0
1481

মোবাইল অপারেটরগুলো প্রতি নিয়তই গ্রাহকদের নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে জানাতে খুদে বার্তা বা এসএমএস পাঠাতে থাকে। যা গ্রাহকদের কাছে খুবই বিরক্তিকর একটি ব্যাপার।

আর এই বিরক্তিকর ব্যাপারটি থেকে মুক্তি পাওয়ার উপায় জানালেন বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শনিবার এ ধরনের খুদে বার্তা বন্ধের উপায় জানিয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানা যায়, মোবাইল অপারেটরগুলোর সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু হয়েছে। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা।

গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে ১২১৮*৬# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here