নতুন প্রেমে মজেছেন পরীমনি

0
1081

বর্তমার সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তৌকীর আহমেদের পরিচালনায় এ সিনেমা দিয়ে বেশ আলোচনা পেয়েছেন পরীমনি৷

মহামারি করোনার লকডাউনে ঘরবন্দী হয়ে সময় কাটছে পরীর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাম নেই তার। প্রতিদিনই ছবি ও স্ট্যাটাসে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন৷

হঠাৎ ২৩ এপ্রিল ফেসবুকে এক সুদর্শন যুবকের পোস্ট করে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে পরী লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া।’

জানা গেছে, পরীমনির নতুন এ প্রেমিক মরক্কোর জনপ্রিয় গায়ক সাদ লামজাদ। তার গানের প্রেমে পড়ছেন পরী। তাই পছন্দের গায়কের ছবি ফেসবুক ছবি পোস্ট করেছেন তার প্রতি ভালোবাসা জানিয়ে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here