সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণা করে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে বিদিশা এরশাদ, সাদ এরশাদকে কো চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এরিক এরশাদ এ ঘোষণা দেন। এসময় অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ ছিলেন না, তবে তার ছেলে সাংসদ সাদ এরশাদসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।