প্রথমবার পর্দায় একসঙ্গে শাহরুখ-সঞ্জয়

0
981

এবার প্রথমবারের মতন পর্দায় একসঙ্গে হাজির হবেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। খবর-টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রচারিত এক সংবাদে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর ‘রাখী’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও এর আগে শাহরুখের ‘রা. ওয়ান’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন সঞ্জয় দত্ত। তবে পূর্ণাঙ্গ কোনো চরিত্রে এই প্রথম একসাথে অভিনয় করবেন তারা।

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন শাহরুখ। এই সিনেমার মাধ্যমে প্রায় ৩ বছর পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরলেন এই অভিনেতা।

এদিকে সঞ্জয়ের ঝুলিতেও রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, ‘পৃথ্বীরাজ’, ‘শমশেরা’ ও ‘তোরবাজ’ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here