মহান আল্লাহ্ তা‘লার রহমতের কোন কিনারা নেই। তার দেয়া অশ্বেস রহমত ও নিয়ামতের এই দুনিয়াতে আমরা আমাদের সব শখ চাহিদা মিটানোর সুযোগ পাচ্ছি।
তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দারা আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন।
আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।
তারই একটি অনন্য নিদর্শন ও রহমত হচ্ছে‘জমজম। পৃথিবীর সেরা পানি এ জমজম। হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্ট কুয়ার এ পানি পানে মুসলিম উম্মাহর হৃদয় শীতল হয়।
হজ্ব, ওমরা ও জিয়ারতকারীরা পবিত্র কাবা শরিফ তাওয়াফের পর মাকামে ইবরাহিমে দু রাকাআত নামাজ আদায় করে তৃপ্তি সহকারে এ পানি পান করে।
দুনিয়ার অন্যান্য পানি বসে পান করতে হয়। আর জমজমের পানি দাঁড়িয়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে পান করতে হয়।
পানি পান করার পর কিছু পানি মাথায় দিবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ পানি পান করার সময় একটি দোয়া বর্ণনা করেছেন-
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ই’লমান নাফিআ’; ওয়া রিযক্বান ওয়াসিআ’; ওয়া আ’মালান সালিহা; ওয়া শিফাআম মিং কুল্লি দা-য়িন।’ অর্থ : ‘হে আল্লাহ!
এনএইচ২৪/জেএস/২০২১