রাজধানী ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় বরযাত্রী নিয়ে রওনা দেয়ার আগে প্রাক্তন প্রেমিকাকে দেখে বিয়ের পোশাকেই দৌড়ে পালালেন বর।
এ সময় এক হাতে বিষের বোতল ও আরেক হাতে কাফনের কাপড় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে দেন ভুক্তভোগী ওই তরুণী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে একই এলাকার দিদার হোসেনের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের আশ্বাসও দিয়েছেন ছাত্রীকে। কিন্তু এখন দিদার তাকে বিয়ে না অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছেন।
পড়ে সেই তরুণী জানতে পেরে একহাতে বিষের বোতল আর অপর হাতে কাফনের কাপড় নিয়ে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন।
এ সময় বিয়ের দাবিতে অনশন শুরু করা ভুক্তভোগী ওই তরুণী স্লোগান দেন ‘দাবি আমার একটাই, স্বামী চাই, স্বামী চাই’। ‘হয় বিয়ে না হয় বিষপানে আত্মহত্যা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।
এদিকে অভিযুক্ত দিদারের বাবা আব্দুল খালেক বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের কথা জানলে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতাম না। এই অবস্থায় ভেবে স্থির করতে পারছি না কী করব।
এ বিষয়ে ইউপি সদস্য মো. জয়নাল আলী জানান, পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। সমঝোতা করার জন্য আমি চেষ্টা করছি।
এনএইচ২৪/জেএস/২০২১