চয়নিকার প্রথম ওয়েব ফিল্ম পরীকে নিয়ে

0
1125

পরী নামটা শুনলেই কেমন একটা ভালো অনুভূতি হয়। সবাই তার ব্যাক্তি জীবনে পরী হতে চায়। তবে কথা হচ্ছে কজন পরী হতে পারে?

কিন্ত বর্তমান সময়ে পরী বললে সফল একজনের ছবি ভাসে চোখের সামনে। যিনি তার গ্ল্যামার এবং দুর্দান্ত অভিনয় দিয়ে অর্জন করে নিয়েছেন দর্শকদের মনে। বক্স অফিসে যার চাহিদা এ কথার সাক্ষ্য দেয়। তিনি হচ্ছেন এ সময়ের জনপ্রিয় ও বিশ্বসুন্দরী খ্যাত পরীমনি।

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী যখন সিদ্ধান্ত নেন সিনেমা নির্মাণ করবেন তখন তিনি এ কারণে পরীমনিকে নির্বাচন করেছিলেন।

চয়নিকাকে হতাশ করেননি পরী। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অন্য এক পরীমনিকে দেখেছেন দর্শক। এবার এই নির্মাতা ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছেন। এবং এবারও তিনি বেছে নিয়েছেন পরীমনিকে।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে তিনি বললেন, ‘পরীমনিকে আমি আগে থেকেই চিনি। তার অভিনয়, নাচ এবং ব্যবহারে আমি মুগ্ধ! তাই আমার প্রথম সিনেমাতে তাকে নিয়েছিলাম। আমার প্রথম ওয়েব ফিল্মও তাকে নিয়ে করবো। আমাদের মধ্যে বোঝাপড়া ও সর্ম্পকটা বেশ ভালো।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here