মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় নতুন করে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম সোমবার (১৯ জুলাই) বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৯৬ জনের নমুনায় ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ২২.২৫ শতাংশ। এদের মধ্যে ১ হাজার ৯৮৯ জন হোম আইসোলেশনে এবং ১৩০ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ১৫০ বেডের ডেডিকেটেড হাসপাতালে কোরোনা রোগীদের চাপ সামলাতে আরো ৫০ বেড বাড়িয়ে ২০০ বেডে উন্নীত করা হয়েছে।