চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ৩

0
1362

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (৩ জুলাই) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করে বিজিবি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৩ জুলাই) দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি অভিযান চালায় বিজিবি। ওই আভিযানিক দলটি সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩৫ কেজি কচ্ছপের হাড় জব্দ করে। যার মূল্য মূল্য ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।

ওই বাড়ির মালিক রফিকুল ইসলামের দেওয়া তথ্যমতে আরও ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে মূল আসামী চামুচা গ্রামের ইদুল পালিয়ে যায়।

জব্দ করা কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ও পলাতক আসামিদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here