লকডাউনের চতুর্থ দিনে সড়কে বেড়েছে গাড়ি

0
1230

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। রোববার (৪ জুলাই) লকডাউনের ৪র্থ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেড়েছে।

তবে সরকার ঘোষিত বিধিনিষেধ পরিপালন নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রধান প্রধান সড়কে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কাঁচাবাজার ও জনসমাগম হওয়ার স্থানগুলোতে পুলিশি টহল জারি রয়েছে।

একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। খিলগাঁও, মৌচাক, রামপুরা ও বাড্ডা এলাকায় বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন চেকপোস্ট ঘুরে ঘুরে দিক-নির্দেশনা দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here