চলে গেলেন বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড হাকানসন

0
83
Newshunter24, United States, Miss World, Kiki Hakansson, Death,

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সোমবার (৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেওয়া হয়। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং আমাদের প্রার্থনা করছি।’

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

প্রসঙ্গত, ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন। কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। এর আগে একই বছর মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুটও জিতেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here