মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী সিএনএনকে বলেন, ‘২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব এবং সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হয়ে ওঠার বিষয়ে আলোচনা করেছেন তিনি।’
আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প
বাংলাদেশ সময় বুধবার (০৬ নভেম্বর) দিনগত রাত ৩টায় (মার্কিন সময় বুধবার বিকেল ৪টা) ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন কমলা। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসবেন।