গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
শনিবার (৫ জুন) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিটা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন টঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস।
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মিলন মোল্লা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রদর্শনীতে ২০টি স্টলের কৃষক ও খামারীরা তাদের প্রাণী প্রদর্শন করেন।
এনএইচ২৪/জেএস/২০২১