নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ব্ল্যাক ফাঙ্গাসে ৬৫ বছরের এক ব্যাক্তির মৃত্যু রেকর্ড করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌদেল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানায়, নেপালে এখন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১০ জন। মারা যাওয়া ৬৫ বছরের ওই ব্যক্তি নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।
তিনি বলেন, ‘নাকের সোয়াব টেস্টে ফাঙ্গাসের অনেক বেশি উপস্থিতি এবং একটি বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে শ্লেষ্মা দেখা গেছে… ৩ জুন তিনি মারা গেছেন।’
এনএইচ২৪/জেএস/২০২১