৩০ পিস গাঁজার কেকসহ তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিম।
দেখতে একেবারে ব্রাউনি কেকের মতো। স্বাদও প্রায় এক! খালি চোখে দেখে বোঝার উপায় নেই ওটার ভেতর আসলে কী আছে! সামান্য চেখে দেখলে মনে হবে এ তো কেকই।
তবে পুরো স্বাদ পেতে হলে খেতে হবে আস্ত এক পিস! তারপর টের পাওয়া যাবে একটা কিছু।কারণ এই কেকের একটি অন্যতম উপকরণ হচ্ছে গাঁজা।
এনএইচ২৪/জেএস/২০২১