ফেসবুক ও ইউটিউবে বেশ জনপ্রিয় তরুণ গায়ক শেখ শাদী। তার র্স্মাট লুক, হাসি, কন্ঠ সবকিছুই প্রভাবিত করেছে বর্তমান প্রজন্মকে। বিশেষ করে তাকে ললনাদের ক্রাশ বলে পরিচিত পেয়েছে।
তবে ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রথমবারের মতো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছিল তার একটি কাজ।
‘ললনা’ নামের এ গানটিতে কণ্ঠ, কথা ও সুরের কাজ করেছেন শেখ সাদী। এর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটিতে শাদীর সঙ্গে ‘ললনা’ রূপে ছিলেন মারিয়া ননী।
এই গানটি প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ইউটিউবে যার বর্তমান ভিউ ১ কোটির ও উপরে।
এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ললনাদের ক্রাশকে। সম্প্রতি বড় র্পদায় পা রাখতে চলছেন এই তরুন শিল্পী।
এনএইচ২৪/জেএস/২০২১