খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত‌্যু

0
1055

খুলনায় মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ১১ জন। নতুন আক্রান্ত হয়েছে ৩২৭ জন।

সোমবার (২৮ জুন) সকালে খুলনা করোনা ডেডিকেট হাসপাতাল ও গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মুখপাত্ররা এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ১৬৯ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে রেড জোনে ৯৯ জন, ইয়ালো জোনে ২৫ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১জন।

অন্যদিকে, খুলনার গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার হাসপাতালের করোনা ইউনিটে ৯৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আইসিইউতে রয়েছেন চারজন আর এইচডিইউতে আছেন ৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here