সীমান্ত জেলা সাতক্ষীরায় মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৭ জন। নতুন আক্রান্ত হয়েছে ৪৪ জন।
সোমবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৩২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮৩ জন।