মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০.৬ শতাংশ।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় ২জন এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় ১ জন করে মারা গেছেন।