কানে ফুসফুস আকৃতির নেকলেসে নজর কাড়লেন বেলা হাদিদ

0
378

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা জমজমাট চলচ্চিত্র উৎসব হলো কান চলচ্চিত্র উৎসব। অনেকটাই প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠেছে গত ৬ জুলাই। ফ্রান্সের কান শহরে জড়ো হয়েছেন সারা বিশ্ব থেকে অনেক চলচ্চিত্র বোদ্ধা ও তারকারা। বরাবরের মতো এবারের আসরেও হাজির হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। তবে রেড কার্পেটে সবকিছুকে ছাপিয়ে গেছে তার নতুন লুক।

পশ্চিমা সংবাদমমাধ্যমে বেলা হাদিদের রেড কার্পেটে হাঁটার বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়—তার পরনে কালো রঙের বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যা তার বক্ষযুগল ঢেকে রেখেছে। আর তার এই নতুন লুকের জন্যই আবারো নতুন করে এই মার্কিন মডেল আলোচনায় উঠে এসেছেন। এলসা শিয়াপ্যারেলি তার পোশাক ডিজাইন করেছেন বলে জানা যায়।

গণিতের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৩ বছর বয়সী এই ভিক্টোরিয়াস সিক্রেট মডেলের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here