মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, গত মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলার অদূরে একটি দলীয় সভায় যোগ দিয়েছিলেন বিপ্লব দেব। কিন্তু বেশিক্ষণ মঞ্চে থাকতে পারেননি। সংক্ষিপ্ত বক্তৃতা করেই সভা ছেড়ে বেরিয়ে যান তিনি।
তখনই ধারণা করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী অসুস্থ। পরে জানা যায়, তার জ্বর এসেছে এবং শরীরের তাপমাত্রা উদ্বেগজনক। রাতেই তার করোনা পরীক্ষা করানো হয়। বুধবার সকালে জানা যায়, মুখ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ।
এনএইচ২৪/জেএ/২০২১