নরসিংদীতের সদর উপজেলার সগিরাপাড়া গ্রামে বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ইউনুস আলী নামে এক ব্যক্তির ধারালো ছুরির আঘাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, আলী আকবর ও ফরহাদ মিয়া। আহত ব্যক্তি সেন্টু মিয়া।
ঘাতক ইউনুস আলী (২৪) সগিরাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়। বর্তমানে ইউনুস মিয়া পুলিশ পাহারায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনুস আলী মানসিক ভারসাম্যহীন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।
এনএইচ২৪/জেএ/২০২১