করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোহলি-আনুশকা

0
1044

মহামারি করোনার সংক্রমণ রোধে সবার সহায়তা চেয়ে পরিস্থিতি মোকাবিলায় যোগ দিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

করোনায় সংকটের মুখে পড়া চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতে ফান্ড উত্তোলনের পদক্ষেপ হাতে নিয়েছেন তারা। এই রিলিফে ৭ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য তাদের। এরই মধ্যে ফান্ডে দুজনে ২ কোটি রুপি দিয়েছেন।

আনুশকা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন যেখানে তিনি ও কোহলি কোভিড রিলিফের কাজে সবার সমর্থন চেয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের দেশ কোভিডের ২য় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। আমাদের স্বাস্থ্যসেবা একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে, দেশের মানুষের এই ভোগান্তি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই কেটোকে সঙ্গে নিয়ে কোভিড রিলিফে ফান্ড উত্তোলনে বিরাট ও আমি একটি ক্যাম্পেইন শুরু করলাম।

আনুশকা ও কোহলি ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মহামারির সঙ্গে লড়ছি। আমরা সেসব মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা দিন রাত লড়াই করছেন। তাদের নিবেদন অবিশ্বাস্য। কিন্তু তাদের আমাদের সমর্থন প্রয়োজন এবং তাদের সঙ্গে দাঁড়াতে হবে।’

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here