অনুশীলনে যোগ দেননি তামিমরা

0
1011

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুক্রবার বিকেলে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে কেউ অনুশীলনে যোগ দেয়নি।

লঙ্কানদের সঙ্গে তিন ওয়ানডের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই সময় এই দলের ৯ জন শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছিলেন্। গত ৪ মে ফেরেন তারা।

তারপর হোম কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।

১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা থাকলেও তা শিথিল করা হয়েছে। তাই তিন দিন পরই মানে শুক্রবার থেকে অনুশীলন করতে পারবেন, এমনটাই জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু তাদের কাউকে মাঠে দেখা যায়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here