কক্সবাজারে ব্যাংকের ভেতরে কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
1219

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ইনচার্জ আমান ওয়াহিদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘এক ব্যাংকারের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন।

আমান ওয়াহিদের সহকর্মী ফায়সাল উদ্দিন বলেন, ‘যাতায়াতে সমস্যার কারণে তিন দিন ধরে ব্যাংকেই রাত্রিযাপন করছিলেন আমান। সোমবার হ্নীলা বাজারের বৈশাখী রেস্টুরেন্টে খাবার খেয়ে ঘুমানোর জন্য ব‌্যাংকে চলে আসেন।

হঠাৎ রাত ২টায় আমাকে ফোন করে জানান, তার শরীর খারাপ লাগছে। মঙ্গলবার সকালে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীরা আমান ওয়াহিদকে তার চেয়ারে মৃত অবস্থায় দেখতে পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here