গৃহবন্দি থেকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি: পূজা

0
1115

মহামারি করোনাভাইররাসের কারণে অধিকাংশ সময় গৃহবন্দি সময় কাটাচ্ছেন শোবিজ তারকারা। চিত্রনায়িকা পূজাও রয়েছেন এই তালিকায়।

বর্তমানে পূজার গৃহবন্দি দিনের বেশির ভাগ কাটছে ফেইসবুক, টুইটারে। আর তাতেই বেঁধেছে বিপত্তি!

মেসেঞ্জারে প্রায় প্রতিদিনই প্রেম এবং বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই নায়িকা। পূজা বাস্তবে প্রেম করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাস্তবে করছি না। তবে ফেইসবুকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি। তবে এ সবে কান দেই না।’

তিনি আরো বলেন, ‘লকডাউনে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটছে বেশি। বাকি সময় বাসার টুকটাক কাজ এবং মার সঙ্গেই কেটে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here