এ কেমন দিন?
কেউ না কেউ কাউকে ঠকাচ্ছে।
কি করে ভুলে গেলি ঐ পারের কথা?
প্রশ্নের উত্তর কি দিতে পারবি?
এ কেমন দিন?
বিনা অপরাধে কেউ না কেউ জেলহাজতে,
অপরাধী ঘুরছে জামিনে !
এ শুধু রূপকথার ছেলেভোলানো শাসন আমল।
এ কেমন দিন?
কখনো ভাবিনি তো এইভাবে ফিরে পাবো!
কেনো মিথ্যা দিয়ে সাজিয়ে রাখলি আমায়?
কেনো না পাওয়ার ইচ্ছে টাকে জাগিয়ে রাখলি?
এ কেমন দিন?
একবার ভেবে দেখেছিস?
এই নারী তোর মা,এই নারী তোর কন্যা।
কি করে উপচে পড়িস?
————————————————————————————————————————————————————————————————————
ফয়সাল আহমেদ আর্ণব
তোলারাম কলেজ নারায়ণগঞ্জ
অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগ