সারাবিশ্বে করোনার আলফা, বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমেই ছড়িয়ে পড়ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে করোনা শনাক্তের হার।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সারাবিশ্বে ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়েন্টগুলো শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য খাতের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী বলেন, দেশে কোভিড-১৯ এর ভিন্ন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
সোমবার (২৮ জুন) দ্য গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৭১ শতাংশ মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাদেরকে কোর্স পূর্ণ করার কথাও বলা হয়েছে।