আমি রজি আমি এখনো কুমারী, কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন

0
1137

সম্প্রতি ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আলোচিত দম্পতি অভিনেতা আমির খান ও নির্মাতা কিরণ রাও।

এখবর ছড়িয়ে পরার পরই তুমল ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়। আমির ভক্তরা হতাশ তাদের এই বিচ্ছেদের সিদ্ধান্তে। তবে আমির ও কিরণ জানিয়েছে তারা বিবাহ বিচ্ছেদ করলেও থাকছেন এক সাথে অন্য পরিবারের সদস্যদের মতই।

তাদের এই বিচ্ছেদের পর বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের এক সাংক্ষাৎকার ভেসে বেড়াচ্ছে নেট জগৎএ। তিনি বলেন, খবরটি শুনে প্রথমে খুবই বিস্মিত হয়েছি। কারও বিচ্ছেদের খবর শুনলে খুব দুঃখ হয়।

তবে এর পরপরই মজা করে বলেন, ‘আমি রজি আমি এখনো কুমারী, আমার বিষয়ে কী ভাবছেন!‘আমার বিয়েই হচ্ছে না আর মানুষের বিচ্ছেদ হচ্ছে। কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন।’

রাখি আরও জানান, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ের পর আমিরের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। এতে ‘দঙ্গল’ অভিনেতাকে জানিয়েছিলেন, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হওয়ায় তিনি খুশি হননি। বলিউডের এই ‘ড্রামা কুইন’ বলেন, ‘মনে হয় আমিরজি আমার সেই কথা খুব গুরুত্ব সহকারে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here