ঢাকায় গ্রেপ্তার ৬১৮ এবং জরিমানা ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা

0
1323

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে রোববার (৪ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের হয়ে স্বাস্থ্যবিধি মানছিলেন না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্ট আইনে মামলা করা হয়। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।”

পুলিশ বলছে ঢাকার ৮টি ক্রাইম জোন থেকে এই ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৯৬টি গাড়িকে জরিমানা করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় মামলা হয়েছে ৩০৯টি গাড়ির বিরুদ্ধে। এ সময় জরিমানা করা হয় ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্র জানায়, লকডাউনের প্রথমদিনে ৫৫০, দ্বিতীয় দিন ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here