অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী

0
1057

টানা গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে শুরু হয় ধূলিঝড়। তারপর অল্পকিছুক্ষণ পরই শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে গত কয়েকদিন ধরে রাজধানীরসহ দেশের বিভিন্ন স্থানে গরম বেড়েছে। তাই দেশের বেশকিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here