বেশকিছু দিনের তীব্র গরম ও দাবদাহের পর ভয়াবহ কালবৈশাখী ঝড় ও মূষলধারে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জে।
বুধবার (২১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে কালবৈশাখী ঝড়ের সাথে প্রায় ৫০ মিনিট মূষলধারে বৃষ্টি হয়েছে।
প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু করে ৯ টা ১০ মিনিট পর্যন্ত মূষলধারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশা করছি কাল সকালের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এনএইচ২৪/জেএস/২০২১