প্রথম ওভারে ৩ চারে বাংলাদেশের ২দারুণ শুরু। তারপরেই দ্বিতীয় ওভারে জোড়া পতনে হোঁচট খায় স্বাগতিক শিবির।
মুশফিক-লিটন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও টিকে থাকতে পারেননি লিটন। ৪২ বলে ২৫ করে ফেরেন সাজঘরে।
এরপর প্রায় ২ বছর পর দলে ফিরে ১২ বলে ১০ করে সুযোগ কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক।
এখন মুশফিক বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে। ২২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান করে তামিমের দল।
স্কোর: ২৮ ওভারে বাংলাদেশ ১২৮/৪ (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ৪৭)
এনএইচ২৪/জেএস/২০২১