যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার দুপুরে ও শনিবার গভীর রাতে ওহাইও ও নিউ জার্সি অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনের একটি বারের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে ৩ জন নিহত হন। স্থানীয় সময় রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে হামলা হয়।
মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ইয়াংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির বাইরে নয় ভেতরে গুলি চালানো হয়।
এনএইচ২৪/জেএস/২০২১