হাসপাতালে লাগা আগুনে ১০ শিশুর মৃত্যু

0
125
Newshunter24, Hospitals, fires, child deaths,

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর: এনডিটিভি

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার সময় এনআইসিইউ-তে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল, যার মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত ১০ শিশুর মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

ওয়ার্ডে উপস্থিত কর্মীদের মতে, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীরা রোগীদের বের করার চেষ্টা করেন। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বহির্বিভাগে থাকা শিশুদের পাশাপাশি ভেতরের কিছু শিশুকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here